• Skills & Youth Development Ltd. Training Center
  • Skills & Youth Development Ltd. Training Center

    Not Only Education, But Also Technology Based Education is Needed...

কম্পিউটার প্রশিক্ষণ

কম্পিউটার প্রশিক্ষণ

Skills & Youth Development Ltd. পরিচালিত প্রতিষ্ঠান হতে তিনটি পদ্ধতিতে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন- (১) আমাদের পরিচালিত যেকোন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে (২) অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্রয় করে এবং (৩) অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে। 

(১) আমাদের পরিচালিত যেকোন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়েঃ 

Skills & Youth Development Ltd. পরিচালিত প্রতিষ্ঠান “দক্ষতা ও যুব উন্নয়ন লি. প্রশিক্ষণ কেন্দ্র” দীর্ঘকাল যাবৎ কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে আসছে। এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ প্রদানের পদ্ধতি, সিলেবাস ও শেখানোর কলা-কৌশল অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। যার ফলে কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের সুনাম ও খ্যাতি দেশজুড়ে ছড়িয়ে পড়ার কারণে অনেকে এ প্রতিষ্ঠানের কাছ থেকে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হয়ে উঠেন। 

যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরুতে সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠানের সাথে Memorandum of Understanding এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করতেন। পরবর্তীতে অত্র প্রতিষ্ঠান The Companies ACT XVIII OF 1994 (See section-115) আইনের অনুকূলে Skills & Youth Development Ltd. গভঃ রেজিঃ নং- CH-15137/2022 এর আওতাধীন Skills & Youth Development Ltd. Training Center নামে সারা দেশব্যাপী একটি প্রকল্প চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ দক্ষতা ও যুব উন্নয়ন লি. প্রশিক্ষণ কেন্দ্র, Skills & Youth Development Ltd. এর একটি প্রকল্প হিসেবে পরিচালনা শুরু করা হয়। যেন দেশব্যাপী তুণমূল পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণ পৌঁছে দেয়া যায়। তারই ধারাবাহিকতায় এ প্রকল্পের আওতাধীন বর্তমানে দেশব্যাপী 60টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রতিটি জেলা, জেলা শহর ও উপজেলায় ২টি করে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। যেন জনপ্রিয় এ প্রতিষ্ঠানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ দেশব্যাপী  তৃণমূল পর্যায়ে পৌঁছানো যায়। আগ্রহী কোন প্রশিক্ষণার্থী কম্পিউটার শিখতে আমাদের পরিচালিত নিকটস্থ যেকোন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিখতে পারেন এবং গড়ে তুলতে পারেন নিজের উন্নত ক্যারিয়ার।

অত্র প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণার্থী জন্য কি কি সুযোগ-সুবিধা রয়েছে নিম্নে তা দেয়া হল-

১। নিরিবিলি ও মনোরম পরিবেশে বন্ধুত্ব সূলভ ক্লাস প্রদান

২। স্ব-স্ব ব্যাচে আলাদা-আলাদা ক্লাস

৩। দুর্বল প্রশিক্ষণার্থীদের প্রয়োজনে রয়েছে অতিরিক্ত ক্লাস

৪। রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও সি. সি. ক্যামরা দ্ধারা নিয়ন্ত্রিত

৫। ক্লাস সহজে বুঝার জন্য বড় পর্দায় (মনিটরে) ক্লাস প্রদান

৬।   নিয়মিত ক্লাস, অনুশীলন ও পরিক্ষা

৭।  ভর্তি হয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় ট্রান্সফার সুবিধা

৮। যথা সময়ে কোর্স শেষ করে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও আর্ন্তজাতিক মানের সনদপত্র প্রদান

৯।  ৬ মাস মেয়াদী কোর্সে অংশগ্রহণ ও নৈতিক চরিত্রের অধিকারী প্রশিক্ষণার্থীদের লাইফ টাইম সাপোর্ট ও যেকোন সময় ফ্রি রিভিও ক্লাস করার সুবিধা

১০। কোর্স শেষে ইন্টার্নি সুবিধা ও চাকুরী/ উদ্যোক্তা হওয়ার জন্য সহযোগীতা প্রদান।

প্রশিক্ষিত ও দক্ষ যুব শক্তি গড়ে তোলা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য…

 

(২) অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্রয় করেঃ  

চাকুরিজীবি বা ব্যবসায়ী বিভিন্ন কর্মব্যস্ততার কারণে নির্দিষ্ট কোন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে কম্পিউটার প্রশিক্ষণ নেয়া সম্ভব হয়ে উঠেনা। আবার প্রবাসী বাংলাদেশীদের কম্পিউটার প্রশিক্ষণ না থাকার কারণে কর্মক্ষেত্রে অনেক সময় গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে ফেলেন। এ ধরণের বিষয়গুলোকে চিন্তা করে আমরা চালু করেছি অনলাইন ভিডিও টিউটোরিয়াল। আমাদের খরচ মেটানোর জন্য নাম মাত্র মূল্যের বিনিময়ে ক্রয় করে এ ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে শিখে নিতে পারেন যেকোন বয়সের প্রশিক্ষণার্থী। বাজারে অহরহ ভিডিও টিউটোরিয়াল রয়েছে তার মধ্যে, আমাদের প্রকাশিত ভিডিওগুলো এমনভাবে পর্যায়ক্রমে সাজানো যা প্রশিক্ষণ কেন্দ্রের বিকল্প। আপনার কাছে একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকলে আমাদের কোর্সগুলো সম্পন্ন করে নিজেকে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ সোপানে নিয়ে যেতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে মেধা, শ্রম ও ধর্য্য এ তিনটি জিনিস ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। তবে আর দেরি কেন? আমাদের সাথে শুরু করুন আপনার ক্যারিয়ার আর গড়ে তোলুন উন্নত জীবনের দ্ধার….

যারা আমাদের প্রকাশিত ভিডিও এর মাধ্যমে শিখেন তাদের জন্য কিছু বাড়তি সুযোগ-সুবিধা-

(i) লাইফ টাইম সাপোর্ট (কোন কিছু বুঝতে না পারলে আমরা ফোন কলে সরাসরি বুঝিয়ে দেব)

(ii) লাইফ টাইম এক্সেস (ভিডিও একবার ক্রয় করলে মেয়াদ শেষ হবে না।)

(iii) কোর্স শেষে পরিক্ষা-নিরিক্ষার মাধ্যমে অনলাইন কোর্স সার্টিফিকেট

(iv) আমাদের পরিচালিত পার্শ্ববর্তী যেকোন শাখায় যোগাযোগের মাধ্যমে অফ লাইনে পরিক্ষায় অংশ গ্রহণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও আন্তর্জাতিক মানের সনদপত্র গ্রহণের সুযোগ।

(v) নিয়মিত পরিচর্যার মাধ্যমে কোর্স সম্পন্ন করানো ও পরামর্শ প্রদান।

এগিয়ে আসার দায়িত্ব আপনার দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তথ্য-প্রযুক্তির শিক্ষায় এগিয়ে এলে আপনাদের নিয়ে গড়ে তুলবে আমাদের ডিজিটাল বাংলাদেশ। 

(৩) অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমেঃ 

আমাদের রয়েছে অত্যন্ত সুদক্ষ ও প্রফেশনাল প্রশিক্ষকগণ। যারা নিয়মিত প্রতিদিন Zoom/Google Meet এর মাধ্যমে লাইভ ক্লাস প্রদান করেন। ক্লাসে অংশ গ্রহণ করে নিজের ক্যারিয়ারে গড়ে তুলতে পারেন অসাধারণ দক্ষতা। শুধু মাত্র মোবাইলে ইন্টারনেট নির্ভর হলে এ ক্লাস করে দক্ষতা অর্জন সম্ভব নয়। প্র্যাক্টিসের জন্য অবশ্যই ল্যাপটপ/ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন। সে সাথে নিয়মিত উপস্থিতি, মেধা, শ্রম ও ধৈর্য্যর সাথে কোর্স সম্পন্ন করতে হবে। লাইফ টাইম সাপোর্টের পাশাপাশি অনলাইন লাইভ ক্লাসের প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে, Skills & Youth Development Ltd. পরিচালিত যেকোন শাখায় অফ লাইনে পরিক্ষার মাধ্যেমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও আন্তর্জাতিক মানের সনদপত্র গ্রহণের সুযোগ। এগিয়ে আসার দায়িত্ব আপনার দক্ষ গড়ে তোলার দায়িত্ব আমাদের..... আপনারা প্রযুক্তির শিক্ষায় এগিয়ে এলে আমরা আপনাদের নিয়ে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, ইনশাল্লাহ! 

পরিশেষে বলি বিশ্বায়নের এ যুগে কম্পিউটার শিক্ষা অপরিহার্য, তবে শেখার জন্য বহু প্রতিষ্ঠান রয়েছে। উপযুক্ত প্রতিষ্ঠানে ভর্তি না হলে আপনার মূল্যবান সময় ও অর্থ দুটোই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই ভর্তির পূর্বে সিলেবাস, শেখানোর কৌশল ও পরিবেশ প্রভৃতি যাচাই-বাচাই করে ভর্তি হওয়ার অনুরোধ রইল। আমাদের মহান সৃষ্টিকর্তা সঠিক পথ প্রদর্শন করুক ও সবাইকে হেফাজত করুক। 

সতর্কবার্তা

সফলতায় ঈর্ষাণ্বিত হয়ে এ প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান অপপ্রচার চালানোর বৃথা চেষ্টা করে। কাজেই সকল প্রশিক্ষণার্থীদের অনুরোধ কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তির পূর্বে অত্র প্রতিষ্ঠানের গভঃ রেজিঃ নং- CH-15137600/2022 এবং লগো দেখে ভর্তি হবেন।